টিভি নাটকের শুটিং বন্ধ

By শাহ আলম সাজু
19 March 2020, 13:14 PM
UPDATED 19 March 2020, 19:15 PM

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতা হিসেবে এরইমধ্যে সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে। মঞ্চ নাটকপাড়া হিসেবে খ্যাত শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতিও বন্ধ। এবার বন্ধ হলো টিভি নাটকের শুটিং।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম দ্য ডেইলি স্টারকে আজ বৃহস্পতিবার জানান, ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শুটিং বন্ধ থাকবে।

অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রডিউসারস অ্যাসোসিয়েশন ও নাট্যকার সংঘের নেতারা আজ ১৩টি সংগঠনের সঙ্গে রাজধানীর নিকেতনে বৈঠকে বসেন। সেখান থেকেই এই সিদ্ধান্ত আসে।

এদিকে, শুটিং বন্ধ হবে কিনা এ বিষয়ে গতকাল বৈঠকে বসেন নাটক সংশ্লিষ্ট চারটি সংগঠন-- অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রডিউসারস অ্যাসোসিয়েশন ও নাট্যকার সংঘের শীর্ষ নেতারা। টানা দুই ঘণ্টা বৈঠক করেন তারা।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানিয়েছিলেন, ‘চারটি বড় সংগঠনের নেতৃত্বে যারা আছেন, তারা সবাই মিলে করোনাভাইরাস সতর্কতায় শুটিং বন্ধ করতে একমত হয়েছি। আমাদের আরও সংগঠন আছে। তাদের নিয়েও বসতে চাই। সম্মিলিতভাবে ঘোষণা আসবে।’

নাট্যকার সংঘের সভাপতি নাট্যকার মাসুম রেজা জানিয়েছেন, ‘কেউ কেউ বলছিলেন শুটিং বন্ধ করে দিলে এই অঙ্গনের মানুষেরা কিভাবে চলবেন? তাদের তো মাসিক হিসেবে বেতন নেই? তারপরও দেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’