ব্র্যাকের সঙ্গে গানে করোনাভাইরাস প্রতিরোধের ডাক মমতাজের

By স্টার অনলাইন রিপোর্ট
31 March 2020, 09:56 AM
UPDATED 31 March 2020, 23:47 PM

প্রিয় দেশবাসী/ আমি আপনাদের সবার প্রিয় শিল্পী মমতাজ বলছি/ দেশে ফেরত বন্ধু যখন/ চোদ্দ দিন বাইরে না গিয়া/ সবার ভালোর কথা ভাইবা একলা রয়/ ঘরে একলা রয়/ মনটা ভইরা যায়/ ও মনটা ভইরা যায়।

কন্ঠশিল্পী মমতাজের গানে গানে এভাবেই করোনাভাইরাস প্রতিরোধের ডাক দিলেন। ব্র্যাকের উদ্যোগের সঙ্গে একাত্ম হয়ে এই শিল্পী যোগ দিয়েছেন সুর ও কথায় গণমানুষকে সচেতন করে তোলার কাজে।

আজ মঙ্গলবার গানটি উন্মুক্ত করা হবে।

করোনাভাইরাস প্রতিরোধে গানের কথাগুলো বসানো হয়েছে মমতাজের জনপ্রিয় ‘বুকটা ফাইট্যা যায়’ গানটির সুরের ওপর।

মমতাজ বেগম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘বর্তমানে করোনাভাইরাসকে কেন্দ্র করে যে জাতীয় সংকট সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় এগিয়ে আসা আমাদের কর্তব্য। সাধারণ মানুষকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করা আমাদের দায়িত্ব।’