অভিনেত্রী লিনা আর নেই

By স্টার অনলাইন রিপোর্ট
19 April 2020, 06:46 AM
UPDATED 19 April 2020, 12:49 PM

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

অভিনেতা রওনক হাসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘লিনা আপা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। তার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিলো। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।’

ফেরদৌসী আহমেদ লিনা ১৯৭৫ সালে টিভি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত নাটকগুলির মধ্যে  রয়েছে ‘গুলশান এভিনিউ’, ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’, ‘নীল জোছনায় কালো সাপ’ প্রমুখ।

বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ও চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

ফেরদৌসী আহমেদ লিনা ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন।