প্রতি সপ্তাহে লাইভ কনসার্টের ভিডিও প্রকাশ করবে পিংক ফ্লয়েড

By স্টার অনলাইন ডেস্ক
19 April 2020, 12:57 PM
UPDATED 19 April 2020, 19:02 PM

বিশ্বব্যাপী ঘরবন্দী মানুষের পাশে থাকতে প্রতি শুক্রবার লাইভ কনসার্টের ভিডিও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কিংবদন্তি রক ব্যান্ড পিংক ফ্লয়েড। গত শুক্রবার ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

পিংক ফ্লয়েড জানায়, আগামী চার সপ্তাহের প্রতি শুক্রবার একটি করে সম্পূর্ণ লাইভ কনসার্টের সিরিজ ভিডিও ইউটিউবে প্রকাশ করা হবে।

গত শুক্রবার প্রথমবারের মতো ১৯৯৫ সালে প্রকাশিত অ্যালবাম ‘পালস’-এর লাইভ পারফর্মেন্সের ভিডিও প্রকাশ করা হয়। পাশাপাশি ইউটিউব চ্যানেলে করোনা আক্রান্তদের জন্য অনুদান দেওয়ারও সুযোগও রেখেছে পিংক ফ্লয়েড।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহে ডেভিড গিলমোরের লাইভ পারফর্মেন্সের ভিডিও প্রকাশ করা হবে। ঘরবন্দী মানুষের একঘেয়েমি দূর করার প্রচেষ্টা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে পিংক ফ্লয়েড।

ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েড গত শতাব্দীর ৬০ এর দশকে আত্মপ্রকাশ করে। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে আছেন রজার ওয়াটার্স, নিক ম্যাসন ও ডেভিড গিলমোর। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য রিচার্ড রাইট ২০০৮ সালে মারা যান।