করোনা রোগীদের জন্য নিজের বাড়ি ব্যবহার করতে দিতে চান ন্যান্সি

জাহিদ আকবর
জাহিদ আকবর
22 April 2020, 10:13 AM
UPDATED 22 April 2020, 16:39 PM

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার প্রয়োজনে নিজের নেত্রকোনার ডুপ্লেক্স বাড়ি ব্যবহার করতে দেওয়ার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী ন্যান্সি।

দ্য ডেইলি স্টার অনলাইনকে ন্যান্সি বলেন, ‘নেত্রকোনায় আমার একটি ডুপ্লেক্স বাড়ি আছে। সেটা করোনা রোগী কিংবা চিকিৎসা যোদ্ধাদের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বর্তমানে দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে তাই বাড়িটি জনস্বার্থে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে করে যদি কারও উপকারে আসে, তাহলে সেটিই হবে আমার জন্য একটি বড় পাওয়া।'

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে ইতিমধ্যে নেত্রকোনার জেলা প্রশাসক মঈনুল ইসলামের সঙ্গে কথা হয়েছে। তিনি কীভাবে বাড়িটি কাজে লাগাবেন সেটা নিয়ে ভাবছেন। বাড়িটি করোনা যোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য কাজে লাগানো যেতে পারে। প্রশাসন চাইলে আইসোলেশনের জন্যও কাজে লাগাতে পারেন বাড়িটি। অন্য শিল্পীদের যাদের একাধিক বাড়ী আছে তারাও এভাবে এগিয়ে আসতে পারেন।’