নিষেধাজ্ঞা অমান্য করে শুটিংয়ের অভিযোগ

By স্টার অনলাইন রিপোর্ট
11 May 2020, 12:46 PM
UPDATED 11 May 2020, 18:48 PM

করোনাভাইরাসের কারণে সিনেমা, নাটকের শুটিং বন্ধ আছে। সংগঠনগুলোও সম্মিলিত সিদ্ধান্তে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে সব ধরনের শুটিং বন্ধ রেখেছে। কিন্তু এর মধ্যেই নিষেধাজ্ঞা অমান্য করে নাটকের শুটিং করার অভিযোগ উঠেছে আদিবাসী মিজান নামের এক পরিচালকের নামে।

গতকাল রবিববার চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলুকে সঙ্গে নিয়ে পূবাইলের ‘হাসনাহেনা’ শুটিংবাড়িতে ঈদের জন্য একটি নাটকের শুটিং করেছেন এই পরিচালক।

বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন শুটিংবাড়ির মালিক ইসমত আরা চৌধুরী।

তিনি বলেন, ‘আমি প্রথমে নিষেধ করেছি। কিন্তু তারা বলেছেন, পূবাইল থানা থেকে অনুমতি নিয়ে এসেছেন।’

এ বিষয়ে পরিচালক আদিবাসী মিজান ও চিত্রগ্রাহককে কয়েকবার ফোন দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

নিষেধাজ্ঞা অমান্য করে শুটিং করার বিষয়টি নিয়ে নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু বলেন, ‘আজ সকালে আমাকে মোবাইলে মেসেজ দিয়ে একজন জানিয়েছেন বিষয়টি, যে পূবাইলে নাটকের শুটিং চলছে। এরপর বিষয়টি সংগঠনের দায়িত্বশীলদের জানিয়েছি। যদি ঘটনা সত্য হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’