সংসার ভাঙল অপূর্বর

By স্টার অনলাইন রিপোর্ট
17 May 2020, 13:45 PM
UPDATED 17 May 2020, 21:05 PM

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর দ্বিতীয় সংসারও ভেঙে গেল। স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের ৯ বছরের মাথায় তাদের দাম্পত্যজীবনে বিচ্ছেদ ঘটেছে।

আজ রোববার বিকেলে সংসার ভাঙার খবর দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন নাজিয়া হাসান অদিতি।

মুঠোফোনে তিনি বলেন, ‘অপূর্বর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে এটা সত্য। এর বেশি কিছু বলতে চাই না।’

অপূর্ব-অদিতির দাম্পত্য জীবনে এক পুত্র সন্তান রয়েছে।

অপূর্বর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। পরের বছরের ১১ ফেব্রুয়ারি তাদের ডিভোর্স হয়। একই বছরে ১৪ জুলাই অপূর্ব পারিবারিক পছন্দে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।