ঘরে বসেই দেখতে পারেন গায়ক আসিফের প্রথম সিনেমা

By স্টার অনলাইন রিপোর্ট
31 May 2020, 05:25 AM
UPDATED 31 May 2020, 11:34 AM

কণ্ঠশিল্পী আসিফ আকবর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গহীনের গান’। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর। এটি আজ ৩১ মে দুপুর ২টা ১০ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে আরটিভির পর্দায়।

ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালক সাদাত হোসাইন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘উপযুক্ত সময়ে ছবিটির টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। বিভিন্ন কারণে যারা হলে যেতে পারেননি, তারা এবার এটি উপভোগ করতে পারবেন।’

আসিফ আকবর ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘মুক্তির দিন থেকে দেশের বিভিন্ন সিনেমা হলে আমি দর্শকদের সরাসরি প্রতিক্রিয়ার সাক্ষী। আমি আবারও দর্শকদের ভালোবাসায় মুগ্ধ হতে চাই। সবাইকে ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

‘গহীনের গান’-ছবিতে আসিফ আকবর ছাড়াও আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমিন, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ রহমান, তুলনা আল হারুন প্রমুখ।

ছবিতে ব্যবহার করা নয়টি নতুন গানের বেশিরভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী।