১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি দিলরুবা খানের, যা বললেন শাকিব খান

By স্টার অনলাইন রিপোর্ট
29 June 2020, 06:49 AM
UPDATED 29 June 2020, 12:54 PM

অনুমতি ছাড়া নিজের প্রযোজিত ছবিতে গানের অংশবিশেষ ব্যবহারের কারণে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিযোগ করেছেন সংগীতশিল্পী দিলরুবা খান।

শিল্পীর পক্ষে কপিরাইট আইন অমান্যের কারণ দেখিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন ওলোরা আশফাক অ্যান্ড অ্যাসোসিয়েটস। বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন দিলরুবা খান।

গত বছর শকিব খান প্রযোজিত ও অভিনীত এবং মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে দিলরুবা খানের গাওয়া ‘পাগল মন মন রে, মন কেন এত কথা বলে’ গানটির দুই লাইন শিল্পী, গীতিকার কিংবা সুরকারের অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। অভিযোগে দেশের মোবাইল ফোন সেবাদাতা একটি প্রতিষ্ঠানের পাঁচ কর্মকর্তার নামও রয়েছে।

দিলরুবা খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘এ গানটির কথা লিখেছেন আহমেদ কায়সার ও সুরকার আশরাফ উদাস। তিন জনেরই নামেই কপিরাইট করা আছে। কিন্তু পাসওয়ার্ড ছবিতে গানটির কিছু অংশ ব্যবহার করার জন্য শাকিব খান আমাদের কারও অনুমতি নেননি। তাই আইনজীবীর মাধ্যমে আইনের আশ্রয় নিলাম। ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করার আগে আমার আইনজীবী শাকিব খান বরাবর একটা আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে সমঝোতার কথা বলা ছিল। কিন্তু তিনি কোনো যোগাযোগ করেননি। তাই বাধ্য হয়ে আমরা কপিরাইট আইন ভঙ্গের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছি।’

শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘এ বিষয়ে খুব বেশি কিছু জানি না। যতদূর জানি গানটির দুটি লাইন ব্যবহারের জন্য মৌখিক অনুমতি নেওয়া হয়েছিল। সিনেমায় আগে ব্যবহৃত যেকোনো গান থেকে দু-এক লাইন নেওয়া নতুন কিছু নয়। আগেও অনেক ছবিতে এরকম দু-এক লাইন নিয়ে নতুন গান তৈরি হয়েছে। কেউ কোনো অভিযোগ করেছে বলে শুনিনি। আমি সাইবার ইউনিটে অভিযোগের ব্যাপারে এখনো কোনো নোটিশ পাইনি। যদি পাই তাহলে আমার আইনজীবী তার উত্তর দেবে।’

‘পাগল মন’ গানের দুই লাইন নিয়ে নতুনভাবে কথামালা দিয়ে সাজানো গানটির সুর ও সংগীত পরিচালনা করেন ভারতীয় সঙ্গীত পরিচালক লিংকন।