সপরিবারে করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক

By স্টার অনলাইন ডেস্ক
10 July 2020, 16:06 PM
UPDATED 10 July 2020, 22:24 PM

কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার তিনি নিজে টুইট করে এ তথ্য জানান।

টুইটে তিনি লেখেন, ‘মা, বাবা, রানে এবং আমি করোনায় সংক্রমিত হয়েছি। আমরা স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছি।’

কোয়েলের টুইটে পরপরই অনেক তারকা তাদের ‍আরোগ্য কামনা করে টুইট করেন। এ তালিকায় জয়া আহসান থেকে প্রিয়াঙ্কা সরকার সবাই আছেন।

অভিনেতা আবীর চট্টোপাধ্যায় লেখেন, ‘দ্রুত আরোগ্য কামনা করি। নিজের যত্ন নাও।’

বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান টুইট করেন, ‘সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লার কাছে এই প্রার্থনা করি।’

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার লেখেন, ‘ভগবানের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। পরিবারের পাশে আছি।’