জায়েদ খানকে চলচ্চিত্রের ১৭ সংগঠনের ‘বয়কট’

By স্টার অনলাইন রিপোর্ট
15 July 2020, 10:21 AM
UPDATED 15 July 2020, 16:25 PM

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বয়কট করার ঘোষণা দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠন।

এফডিসির জহির রায়হান কালার ল্যাব হলরুমে আজ বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘চলচ্চিত্র নির্মাণে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি নির্মাণ ও ব্যয় কমানোর লক্ষ্যে সুষ্ঠ পরিবেশ ও আস্থা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছি।’

‘সব সমিতি এই কমিটির নীতিমালার সঙ্গে একমত পোষণ করলেও শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কারণে চলচ্চিত্র শিল্পী সমিতি এর বিরোধিতা করে আসছিল।’

তিনি আরও বলেন, ‘জায়েদ খানের বিরুদ্ধে বিভিন্ন সময় শিল্পী-কলা কুশলীকে হয়রানি করা, মিথ্যা মামলা দেওয়া ও ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্ম করার অনেক অভিযোগ এসেছে।’

‘তিনি (জায়েদ খান) ২০১৯ সালের ৩ এপ্রিলের জাতীয় চলচ্চিত্র দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে খরচের জন্য নগদ ছয় লাখ টাকা ইভেন্ট ম্যানেজমেন্টের কাছ থেকে সরাসরি গ্রহণ করেন। কিন্তু, জাতীয় কমিটি কর্তৃক গঠিত অর্থ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু, জায়েদ খানকে বারবার চিঠি দিয়ে সভায় উপস্থিত থেকে ছয় লাখ টাকার হিসাব দেওয়ার অনুরোধ জানালেও তিনি কোনো সভায় উপস্থিত হননি এবং টাকার হিসাবও দেননি।’

‘এখন থেকে অনির্দিষ্টকালের জন্য জায়েদ খানের সঙ্গে কেউ কাজ করবে না’ বলেও ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নিষিদ্ধ শিল্পী-কুশলীদের নিয়ে যে সব প্রযোজক অথবা পরিচালক কাজ করার উদ্যোগী হবেন কিংবা কাজ করবেন তাদেরকে তাদের নিজ নিজ সমিতির সদস্যপদ থেকে গঠনতন্ত্র মোতাবেক বহিষ্কার করা হবে। অর্থাৎ তাদের সদস্যপদ বাতিল করা হবে।