চিত্রনায়িকা পপি করোনায় আক্রান্ত

By স্টার অনলাইন রিপোর্ট
24 July 2020, 11:52 AM
UPDATED 24 July 2020, 17:58 PM

তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি করোনায় আক্রান্ত হয়েছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর তিন দিন আগে করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে পপি খুলনার খালিশপুরে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এখনো হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না।

আজ শুক্রবার বিকালে পপি দ্য ডেইলি স্টার অনলাইনকে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে তার জ্বর, গলা ব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে। আগামী সপ্তাহে তিনি দ্বিতীয়বার করোনা টেস্ট করবেন।

করোনাভাইরাস মহামারি শুরুর আগে পপি খুলনায় গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এসময় কয়েক দফায় খালিশপুর ও পার্শ্ববর্তী এলাকায় অসচ্ছল মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।