বাকি জীবনটা কি গাড়িতেই কাটাবেন আফরান নিশো!

By স্টার অনলাইন রিপোর্ট
28 July 2020, 10:43 AM
UPDATED 30 July 2020, 20:56 PM

এই শহরে বসবাসের জন্য অভিযোগ আর অসহায়ত্বের সীমানা নেই ভাড়াটিয়াদের। ব্যাচেলরদের বেলায় সেই অসহায়ত্ব যেন আরও বেশি। এসব মেনে নিয়েই এই শহরের মানুষ জীবনযুদ্ধ করে যাচ্ছেন। শুধু ব্যতিক্রম দেখা গেল অভিনেতা আফরান নিশোকে।

তিনি সিদ্ধান্ত নিলেন, বাড়িওয়ালাদের কাছে পরাজিত হবেন না। বাকি জীবন কাটিয়ে দেবেন নিজের গাড়িতেই! যেখানে তার নিত্যপ্রয়োজনীয় সব জিনিস তোলা থাকবে।

সিএমভি প্রযোজিত মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটক ‘একাই ১০০’ এ এমন এক চরিত্রেই দেখা যাবে আফরান নিশোকে। নাটকে নিশোর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

পরিচালক মিজানুর রহমান আরিয়ান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ব্যাচেলরদের বাসা বিড়ম্বনার নানা ঘটনা থেকেই গল্পটি মাথায় আসে। আমার মনে হচ্ছে, একটু ভিন্ন কিছু হবে। মানে বেশ মজা পাবেন দর্শকরা।’

তিনি আরও বলেন, ‘এভাবে নিজ গাড়িতে ভালোই চলছিল ব্যাচেলরের জীবন। কিন্তু, বিপত্তি হলো তার জীবনেও একটি প্রেম আসে। কিন্তু, গাড়িতে তো দুজনের থাকার ব্যবস্থা নেই! যে নিজেকে এতদিন একাই এক শ ভাবছিলেন, তার প্রেমের পরিণতি কী হবে এখন? এই প্রশ্নের উত্তর মিলবে নাটকের শেষাংশে।’

নাটকটি আগামী ৩ আগস্ট রাত সাড়ে আটটার দিকে দীপ্ত টিভিতে প্রচারিত হবে। রাত সাড়ে ৯টায় ‘একাই ১০০’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।