কণ্ঠশিল্পী এস আই টুটুল করোনায় আক্রান্ত

By স্টার অনলাইন রিপোর্ট
21 August 2020, 13:33 PM
UPDATED 21 August 2020, 19:36 PM

কণ্ঠশিল্পী এসআই টুটুল করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

তিনি নিজেই দ্য ডেইলি স্টার অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

আজ শুক্রবার দুপুরে এস আই টুটুল সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘বন্ধুরা, তোমাদের সবার উপর মহান প্রতিপালকের কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। তিন দিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে।’

তিনি আরও লেখেন, ‘এখন বাসার একটা রুমে আইসোলেশনে আছি। আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা? সবাই আমার জন্য একটু দোয়া করো। আমার জানা অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যই দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিন....।’