গীতিকবি সংঘের ১০ প্রস্তাব, কপিরাইট অফিসে চিঠি

By স্টার অনলাইন রিপোর্ট
24 August 2020, 06:57 AM
UPDATED 24 August 2020, 13:01 PM

কপিরাইট আইন সংশোধনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাংলাদেশ কপিরাইট অফিসে চিঠি দিয়েছে গীতিকবি সংঘ।

গীতিকবি সংঘ, বাংলাদেশ-এর সমন্বয় কমিটির প্রধান শহীদ মাহমুদ জঙ্গী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‌‘গীতিকবিদের নৈতিক ও আর্থিক অধিকারের দাবিকে সামনে রেখে বাংলা সংগীতের সৃজনশীল উৎকর্ষের জন্য এই সংগঠন নিরলসভাবে কাজ করবে।’

গতকাল রোববার রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরীর সঙ্গে গীতিকবি সংঘ সমন্বয় কমিটির চার সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে এই চিঠি হস্তান্তর করে।

প্রতিনিধি দলে ছিলেন গীতিকবি সংঘ সমন্বয় কমিটির গীতিকবি হাসান মতিউর রহমান, আসিফ ইকবাল, কবির বকুল ও জুলফিকার রাসেল।

সে সময় কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রায়হানুল হারুনও আলোচনায় অংশ নেন।

আলোচনায় গীতিকবিদের প্রতিনিধিত্বমূলক সংগঠন হিসেবে গীতিকবি সংঘের প্রতিনিধিরা কপিরাইট আইনে গীতিকবিসহ সব সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, প্রযোজক ও মিউজিক লেবেলের ন্যায্য স্বার্থ বিষয়ে শ্রদ্ধাশীল থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আলোচনার পরিবেশ তৈরিতে সংঘের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

আলোচনা শেষে গীতিকবি সংঘের প্রতিনিধিরা ১০টি প্রস্তাব সম্বলিত একটি চিঠি কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরীর কাছে হস্তান্তর করেন।