সুশান্তের অপমৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তী গ্রেপ্তার

By স্টার অনলাইন ডেস্ক
8 September 2020, 13:04 PM
UPDATED 8 September 2020, 19:08 PM

বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুর ঘটনায় করা মামলার মূল অভিযুক্ত তার বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

পরপর তিন দিন রিয়াকে জিজ্ঞাসাবাদের পর আজ মঙ্গলবার এনসিবি তাকে গ্রেপ্তার করেছে বলে হিন্দুস্তান টাইমস জানায়।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা তদন্তে বেরিয়ে আসা মাদক সংশ্লিষ্টতার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।

এনসিবির উপপরিচালক কেপিএস মালহোত্রা জানান, রিয়া চক্রবর্তীকে যথাযথ প্রক্রিয়ায় গ্রেপ্তার করে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

আজ সকাল সাড়ে দশটার দিকে রিয়া মুম্বাইয়ের এনসিবি কার্যালয়ে যান এবং তার প্রায় পাঁচ ঘণ্টা পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে এনসিবির এক কর্মকর্তা জানান।

এর আগে, এ মামলায় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও নায়কের পরিচারক কেশবসহ মোট নয় জন গ্রেপ্তার হয়েছেন।