নিজের হাঁটার ছবি পোস্ট করেছেন নাভালনি

By স্টার অনলাইন ডেস্ক
19 September 2020, 16:24 PM
UPDATED 19 September 2020, 22:31 PM

রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনিকে আজ শনিবার তার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে সিঁড়ি দিয়ে হাঁটতে দেখা গিয়েছে।

বার্লিন হাসপাতালের বরাত দিয়ে রয়টার্স জানায়, তাকে ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে এবং তিনি নিজেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন।

নাভালনি গত মাসে রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন এবং কোমায় চলে যান।  পরে তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ওই হাসপাতালেই তার চিকিৎসা চলছে।

ইনস্টাগ্রাম ফিডে নাভালনি লিখেছেন, 'কীভাবে সুস্থ হয়ে উঠছি, তা বলব। পথটা স্পষ্ট হলেও দীর্ঘ।'

নাভালনি বলেন, তিনি এখনও ফোন ব্যবহার করতে পারছেন না। গ্লাসে পানি ঢেলে খেতেও সমস্যা হচ্ছে। সিঁড়িতে উঠতে গেলেও পা কাঁপছে।

তিনটি দেশের পরীক্ষাগারে টক্সিকোলজি পরীক্ষার পর নাভালনির দেহে নভিচক গ্রুপের বিষের উপস্থিতির ‘স্পষ্ট প্রমাণ’ পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মানি সরকার।