চমক দিয়ে শুরু হচ্ছে সালমানের ‘বিগ বস’

By স্টার অনলাইন রিপোর্ট
4 October 2020, 10:20 AM
UPDATED 4 October 2020, 16:22 PM

আজ থেকে শুরু হচ্ছে ‘বিগ বস’ সিজন-১৪ এর প্রথম পর্ব। উপস্থাপক হিসেবে সালমান খান থাকবেন দর্শকের সামনে।

গত আগস্টে প্রকাশিত টিজার থেকে জানা যায়, ৪ অক্টোবর থেকে শুরু হবে জনপ্রিয় এই রিয়েলিটি শো।

আজকের শোতেই প্রথমেই দেখা মিলবে উপস্থাপক সালমান খানের। তিনি প্রথমে লকডাউনের ক্রান্তিলগ্ন নিয়ে আলোচনা করবেন। শেষে পরিচয় করিয়ে দেবেন আগের সিজনের বিজয়ী প্রতিযোগীদের সঙ্গে। দর্শকদের জন্য আজকেও থাকছে বর্তমান প্রতিযোগীদের নিয়ে কিছু নতুন চমক।

সিজন-১৪ এর প্রতিযোগীরা হচ্ছেন অভিনব শুক্লা, আইজাজ খান, রাহুল বৈদ্য, পবিত্রা পুনিয়া, জেসমিন ভাসিন, নিক্কি তাম্বোলি, শেহজাদ দেওল, জান কুমার সানু, রুবিনা দিলাইক, নিশান্ত সিং মালকানি, সারা গুরুপাল তুফানি, সিনিয়র হিনা খান, সিদ্ধার্থ শুক্লাক এবং গওহর খান।

‘বিগ বস’ অনুষ্ঠানটি প্রচারিত হবে কালার্স টিভিতে।