শাকিব খান বললেন ধর্ষকের কোনো পরিচয় হয় না

By জাহিদ আকবর
8 October 2020, 10:53 AM
UPDATED 8 October 2020, 16:55 PM

দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ জানিয়েছেন অনেক তারকা শিল্পীও। সেই তালিকায় এবার যোগ হলেন ঢালিউডের দর্শকপ্রিয় নায়ক শাকিব খান।

তিনি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘একজন নারীর সবচেয়ে বড় পরিচয় তিনি মানুষ। একজন নারী কারো মা, কারো বোন। কারো মা, বোন এই সত্ত্বা থেকে একজন নারীকে মানুষ হিসেবেই শ্রদ্ধা করা উচিত।’

‘নবাব’ খ্যাত এই নায়ক আরও বলেন, ‘একজন নারী হলো একজন মা। আরও পৃথিবীর কোনো কিছু মায়ের সঙ্গে তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধর্ষণের মানসিকতা মনের মধ্যে লালন করে বেড়ায়— তাদের কোনো পরিচয় হয় না। তিনি কি পুরুষ? এই প্রশ্নের চেয়ে বড় বিষয় হলো তিনি কখনোই মানুষ নন। তার একমাত্র পরিচয় ধর্ষক।’

‘আমার শুটিং চলতি ছবিতে “নবাব এলএলবি” ধর্ষণের মতো জঘন্য বিষয়টিকে প্লট হিসেবে বেছে নিয়েছি।’

শাকিব খান আগামী ১৬ অক্টোবর অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ ছবির শুটিংয়ে মালদ্বীপ যাবেন। সেখান থেকে ফিরে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘লন্ডন লাভ’ ছবির শুটিংয়ে অংশ নিবেন বলে জানা গেছে।