মিমের সিনেমা নেটফ্লিক্সে

জাহিদ আকবর
জাহিদ আকবর
10 October 2020, 08:56 AM
UPDATED 10 October 2020, 15:09 PM

বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘ব্ল্যাক’। আজ শনিবার বিদ্যা সিনহা মিম নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ বেশ কয়েকজন ফোন করে আমাকে অভিনন্দন জানালেন ‘ব্ল্যাক’ ছবিটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে বলে। শুনে খুব ভালো লাগল। যদিও এটা পাঁচ বছর আগের ছবি। কিন্তু, জনপ্রিয় একটি আন্তর্জাতিক প্লাটফর্মে ছবিটি নতুন করে মুক্তি পেয়েছে জেনে খুব আনন্দ পেলাম। এটা সত্যি দারুণ খবর। পরে আমিও দেখলাম যে “ব্ল্যাক” দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।’

‘ছবিটি আগে দুই বাংলার দর্শক দেখার সুযোগ পেয়েছেন। নেটফ্লিক্সের হাত ধরে সারাবিশ্বের দর্শক এখন এটি দেখার সুযোগ পাবেন’, বলেন মিম।

মিম অভিনীত বাণিজ্যিক ঘরানার ‘ব্ল্যাক’ সিনেমার পরিচালক কলকাতার রাজা চন্দ। মিম ও সোহম ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত প্রমুখ।

প্রসঙ্গত, নেটফ্লিক্সে এর আগে বাংলাদেশের ‘কমলা রকেট’ ও ‘ইতি তোমার ঢাকা’ সিনেমা দুইটি মুক্তি পেয়েছিল।