৪০তম হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়ার ছবি

By স্টার অনলাইন রিপোর্ট
11 October 2020, 04:37 AM
UPDATED 11 October 2020, 10:39 AM

জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘বিনিসুতোয়’ চূড়ান্ত মনোনয়ন পেয়েছে বিশ্বখ্যাত হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪০তম আসরের জন্য।

জয়া আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এমন একটি বড় উৎসবে ভারতের একমাত্র ছবি হিসেবে এবার চূড়ান্ত হয়েছে ছবিটি। ছবির একজন অভিনেতা হিসেবে আমার জন্য অনেক আনন্দের। ছবির পুরো টিমের প্রতি অনেক কৃতজ্ঞ আমি।’

যুক্তরাষ্ট্রের হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ৫ নভেম্বর থেকে, চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের ওয়েবসাইট থেকে জানা যায়, ‘বিনিসুতোয়’ (উইদাউট স্ট্রিংস) ‘স্পটলাইট অন ইন্ডিয়া’ বিভাগের জন্য মনোনীত হয়েছে।

কলকাতার অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে আছেন ঋত্বিক চক্রবর্তী। ছবির একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।