অভিনেত্রী স্পর্শিয়া করোনায় আক্রান্ত

By স্টার অনলাইন রিপোর্ট
15 October 2020, 09:44 AM
UPDATED 15 October 2020, 15:46 PM

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। আজ বৃহস্পতিবার পরিচালক অনন্য মামুন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিন থেকে শরীর ভালো না থাকায় করোনা পরীক্ষা করতে নমুনা দেন এই অভিনেত্রী। পরে গত ১৩ অক্টোবর পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

দুই দিন আগে অনন্য মামুনের ‘নবান এলএলবি’ সিনেমার শুটিং শেষ করেছেন স্পর্শিয়া। ছবিতে তার বিপরীতে আছেন শাকিব খান। আরও অভিনয় করেছেন— মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

অর্চিতা স্পর্শিয়া অভিনীত প্রথম সিনেমার নাম ‘কাঠবিড়ালি’। সিনেমাটি দর্শকরা পছন্দ করেছিল। আগামী ২৩ অক্টোবর অ্যাপে মুক্তি পাবে ‘নবাব এলএলবি’ নামের সিনেমাটি।