আমার ‘অঞ্জনা’র সংখ্যা ৪১

জাহিদ আকবর
জাহিদ আকবর
15 October 2020, 09:54 AM
UPDATED 15 October 2020, 16:12 PM

জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীতশিল্পী মনির খান নতুন ১০০ গান নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। গানগুলো শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। ইতিমধ্যে ৪০টিরও বেশি গানের রেকর্ডিং শেষ করেছেন বলে জানিয়েছেন তিনি।
মনির খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এই প্রজেক্ট ২০১৯ সালে শুরু করেছি, ২০২১ সালে শেষ করব। যেহেতু আমার নিজের ইউটিউব চ্যানেল প্রচার করব তাই নিজের ইচ্ছা অনুযায়ী গান করছি। বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় গানের সমাহার থাকবে। এখন শুধু প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে থাকলে চলবে না। সারা বিশ্বেই শিল্পীরা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করছেন।’
মনির খান চলতি বছরের শুরুতে ‘অঞ্জনা ২০২০’ গান দিয়ে নতুন করে আলোচনায় আসেন। মিল্টন খন্দকারের কথা ও সুরে গানটি প্রকাশ হয় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। তার প্রতিটা অ্যালবামে একটি করে ‘অঞ্জনা’ নিয়ে গান ছিল। গানগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আর কোনো শিল্পী একটি নাম নিয়ে এত গান করেননি।
এ বিষয়ে মনির খান বলেন, ‘আমার প্রথম গানের অ্যালবাম থেকে শুরু করে প্রতিটি অ্যালবামের ‘অঞ্জনা’কে নিয়ে একটি গান আছে। আমার ‘অঞ্জনা’ নিয়ে মোট গানের সংখ্যা ৪১টি।’
গাজী মাজহারুল আনোয়ারের কথায় একটি গানে কণ্ঠ দিয়েছেন মনির খান। এছাড়া নতুন একটি সিনেমার গানে প্লে-ব্যাক করবেন তিনি। সিনেমায় গান গাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বর্তমানে সিনেমার অবস্থা তেমন ভালো নেই। আমাদের সিনেমা নির্মাণের সংখ্যাই কমে গেছে। অনেকই দেশের বাইরের শিল্পীদের দিয়ে গান করাচ্ছেন। সবমিলিয়ে অবস্থাটা একটু অন্যরকম। আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে।’