রাজধানীর বেশিরভাগ সিনেমা হল আজ খুলছে না

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
16 October 2020, 04:30 AM
UPDATED 16 October 2020, 10:33 AM

সিনেমা হল খুলতে আর কোনো বাধা না থাকলেও আজ শুক্রবার রাজধানীর বেশিরভাগ সিনেমা হল খুলছে না।

হল না খোলার তালিকায় রয়েছে— ঢাকার অন্যতম পুরনো হল বলাকা, মধুমিতা, জোনাকী, অভিসার, নেপচুন, শ্যামলী সিনেপ্লেক্স ও স্টার সিনেপ্লেক্স। অবশ্য স্টার সিনেপ্লেক্স আগামী ২৩ অক্টোবর খোলার সিদ্ধান্ত নিয়েছে।

বলাকা হলের ব্যবস্থাপক শাহীন হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা কিছুদিন দেখব, তারপর ভেবে সিদ্ধান্ত নেব। এখনো হল খোলার বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।’

পুরান ঢাকায় অবস্থিত অভিসার সিনেমা হল। একই ভবনে নেপচুন সিনেমা হল। অভিসার হলে ৩০ বছর ধরে নিরাপওার কাজে নিয়োজিত আছেন মাহবুবুর রহমান খোকন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মালিকপক্ষের আদেশ এসেছে এখনই অভিসার খুলবে না।’

শ্যামলীতে অবস্থিত শ্যামলী সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে জানায়, এখনই তারা হল খোলার সিদ্ধান্ত নিতে পারছে না। কিছুদিন পরিস্থিতি দেখে এরপর তারা সিদ্ধান্ত নেবে।

মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বড় তারকার নতুন সিনেমা মুক্তি না পেলে হল খুলে লাভ কী? লোকসান কতদিন গুনব?’

অন্যদিকে সারাদেশের মানুষের কাছে পরিচিত যশোরের মনিহার সিনেমা হলটিও আজ খুলছে না।

ঢাকার অল্প কয়েকটি সিনেমা হল আজ খুললেও সেখানে নেই বড় তারকার কোনো সিনেমা। আনন্দ ও চিত্রামহল হলে মুক্তি পাচ্ছে হিরো আলম অভিনীত নতুন সিনেমা ‘সাহসী হিরো আলম’।

ছন্দ সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের পুরনো সিনেমা।

উল্লেখ্য, ১৪ অক্টোবর তথ্য মন্ত্রণালয় থেকে সিনেমা হল খোলার বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, কোভিড ১৯’র বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক আসন খালি রাখা সাপেক্ষে সারাদেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।

দেশে করোনাভাইরাসের সংক্রমণের কারণে চলতি বছরের ১৮ মার্চ থেকে সরকারিভাবে সিনেমা হল বন্ধের আদেশ দেওয়া হয়েছিল।