ঢাকা থিয়েটারের ৪৯তম নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
18 October 2020, 09:38 AM
UPDATED 18 October 2020, 15:58 PM

দেশের অন্যতম প্রধান নাট্যদলের একটি ঢাকা থিয়েটার। এই দলের নতুন নাটক মঞ্চে আসছে চলতি মাসেই।

একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার নামের নাটকটির নির্দেশনায় রয়েছেন শহীদুজ্জামান সেলিম এবং এর নাট্যকার আনন জামান।

৩০ ও ৩১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে নাটকটির মঞ্চায়ন হবে।

এর মঞ্চ পরিকল্পনায় আফজাল হোসেন, পোশাক পরিকল্পনায় রোজী সিদ্দিকী এবং আলো পরিকল্পনায় রয়েছেন ওয়াসিম আহমেদ।

নাটকটির মিউজিক কম্পোজ করেছেন রাহুল আনন্দ।

ঢাকা থিয়েটারের ৪৯তম এই প্রযোজনা নিয়ে শহীদুজ্জামান সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুই বছর আগে নাটকটি লেখা হয়েছে। করোনাকাল যখন যখন ভয়াবহ রকমের ছিল তখন অনলাইনে আমরা নাটকটির রিহার্সাল শুরু করি। মূলত ওই সময়েই সিদ্ধান্ত নেই ঢাকা থিয়েটারের জন্য নতুন নাটকটি করার। তারপর করোনার প্রকোপ কিছুটা কমে এলে আমরা প্রাকটিক্যালি পল্টনে রিহার্সাল করতে থাকি। তারই ফসল হিসেবে এ মাসে নাটকটির দুটি শো হবে।’

খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেন নাটকটি নিয়ে বলেন, ‘নতুন গল্প, নতুন ভাবনা, নতুন সবকিছু। অন্যরকম ভালো লাগা কাজ করছে। দর্শকরা নতুন কিছু পাবেন।’

রোজী সিদ্দিকী বলেন, ‘এটি  করোনাকালে ভালো কিছু হতে চলেছে দর্শকদের জন্য।’