শাকিবের গান দিয়েই উন্মুক্ত হবে ‘আই’ থিয়েটার

By স্টার অনলাইন রিপোর্ট
5 November 2020, 10:26 AM
UPDATED 5 November 2020, 16:28 PM

শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ ছবির টাইটেল গান দিয়েই শুভ সূচনা হচ্ছে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারের। ছবির শিরোনাম গানটি প্রথমে মুক্তি পাবে সেখানে।

আগামী ১২ নভেম্বরের মধ্যে আই থিয়েটারে দেখা যাবে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। গান প্রকাশের দিন থেকেই ‘নবাব এলএলবি’ ছবিটি দেখতে সব ধরনের ব্যবস্থা নিতে পারবেন দর্শকরা।

‘নবাব এলএলবি’ বাংলাদেশের প্রথম সিনেমা যা কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

‘নবাব এলএলবি’ ছবিতে শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন- মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, রাশেদ মামুন অপু ও শহীদুজ্জামান সেলিম।

ছবির পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘ছবির গান দিয়ের আই থিয়েটার অ্যাপটির শুভ মুক্তি হচ্ছে। ভালো লাগছে শাকিব খানের ছবি দিয়ে এটার সূচনা করতে পারছি। একেবারে সম সাময়িক গল্পের ছবি। দর্শকরা কানেক্ট করতে পারবেন আশা করছি। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মাত্র।’