প্রথমবার একসঙ্গে বড় পর্দায় আমির-শাহরুখ

By স্টার অনলাইন ডেস্ক
9 November 2020, 09:19 AM
UPDATED 9 November 2020, 15:23 PM

কোটি কোটি বলিউড সিনেমাপ্রেমী দর্শককে অবাক করে দিয়ে শাহরুখ খান ও আমির খান প্রথমবারের মতো এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।

ভারতের জি নিউজে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করতে দেখা যাবে কিং খান শাহরুখকে।

দুই খান এক সঙ্গে এক সিনেমায় অভিনয় করবেন এটা নিঃসন্দেহে বলিউডপ্রেমীদের জন্য দারুণ খবর। কারণ, দুজনই বলিউডে ক্যারিয়ারের দীর্ঘ পথ পার করে দিলেও এক সিনেমায় এখন পর্যন্ত কাজ করেননি। ক্যারিয়ারের একদম শুরুতে দুজন একসঙ্গে ফটোশুটে অংশ নিলেও সিনেমায় এক সঙ্গে কাজ করেননি তারা।

বিভিন্ন সময় তাদের সম্পর্ক ভালো নয় বলে শোনা গেলেও তারা একে অপরের ভালো কাজ ও জন্মদিনে শুভেচ্ছা জানান নিয়মিতই। কয়েকদিন আগে শাহরুখ খানের জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছিলেন আমির।

‘লাল সিং চাড্ডা’ ছবিতে শাহরুখ হাজির হবেন একটি অতিথি চরিত্রে। ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর। আগামী বছর বড় দিনে মুক্তি পাবে সিনেমাটি।