মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ‘লক্ষ্মী’র রেকর্ড

By স্টার অনলাইন রিপোর্ট
11 November 2020, 14:04 PM
UPDATED 11 November 2020, 20:07 PM

ঠিক দুইদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে বলিউডের ছবি ‘লক্ষ্মী’। মুক্তির পর পরই অল্প সময়ের মধ্যে ভৌতিক এই ছবিটি নতুন রেকর্ড গড়েছে।

ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে উদ্বোধনীতে সবচেয়ে বেশি দর্শক পেয়েছে ছবিটি। রাঘব লরেন্স পরিচালিত ছবিটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।

ভারতীয় জি নিউজ সূত্রে জানা গেছে, ‘লক্ষ্মী’ মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে তাদের এতদিনের সব রেকর্ড ভেঙে গেছে। লাখ লাখ দর্শক ছবিটি দেখতে এই প্ল্যাটফর্মটি লগ-ইন করেছেন।

অক্ষয় কুমার বলেছেন, ‘লক্ষ্মী নিয়ে দর্শকদের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, তাতে অভিভূত এবং আনন্দিত। সিনেমাটি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অসংখ্য দর্শক ও ভক্তরা ডিজনি প্লাস হটস্টার ভিআইপিতে লগ-ইন করেছেন, এটি আমাকে ব্যাপক উৎসাহ দিয়েছে। এই আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।’

ছবিটির নাম প্রথমে ‘লক্ষ্মী বোম্ব’ রাখা হলেও, হিন্দু দেবী লক্ষ্মীকে অপমান করার অভিযোগ উঠায় ছবির নাম থেকে ‘বোম্ব’ শব্দটি বাদ দিয়ে শুধুমাত্র ‘লক্ষ্মী’ রাখা হয়।