এবার বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত মরদেহ উদ্ধার

By স্টার অনলাইন ডেস্ক
12 November 2020, 12:25 PM
UPDATED 12 November 2020, 18:28 PM

বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ধর্মশালার এক আবাসিক ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।

সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক কর্মকর্তারা হাজির হয়েছে।

কাংড়ার এসএসপি বিমুক্ত রঞ্জন বলেন, ‘ধর্মশালার একটি প্রাইভেট কমপ্লেক্সে আসিফ বসরার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।’

আসিফ বসরা যাব উই মেট, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, এক ভিলেন, কৃষ ৩, কাই পো ছেসহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি আমাজন প্রাইমের ওয়েব সিরিজ পাতাল লোক এবং ডিজনি প্লাস হটস্টারের হস্টেজের দু নম্বর সিজনে অভিনয় করে প্রশংসিত হন তিনি।

ভারতীয় সিনেমা ছাড়াও ওয়ান নাইট উইথ দ্য কিং, কুইকস্যান্ড অ্যান্ড আউট সোর্সডের মতো বেশ কিছু বিদেশি প্রজেক্টেও অভিনয় করেছেন আসিফ বসরা।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন বলে জানায় হিন্দুস্তান টাইমস।

ভারতের আরেক সংবাদ মাধ্যম নিউজ এইটটিন জানায়, ধর্মশালার ম্যাকলিয়ড গঞ্জে একটি আবাসিক ভবনে গত পাঁচ বছর ধরে ভাড়া ছিলেন আসিফ বসরা। কিছুদিন ধরে তিনি অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে।