লাইফ সাপোর্টে আজিজুল হাকিম

By স্টার অনলাইন রিপোর্ট
13 November 2020, 07:49 AM
UPDATED 13 November 2020, 14:22 PM

করোনায় আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় গতকাল বৃহস্পতিবার রাতে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গতকাল দিনগত রাতে সেখানেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন উপস্থাপক আনজাম মাসুদ। আজ শুক্রবার সকালে তিনি জানান, আজিজুল হাকিম দুই দিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ করে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

অভিনয় শিল্পী সংঘের সেক্রেটারি আহসান হাবিব নাসিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাকিমের হার্ট ও ফুসফুসে জটিলতা তৈরি হয়েছে। তার শ্বাস-প্রশ্বাস নিতে ঝামেলা হচ্ছে। বর্তমানে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। চিকিৎসকরাও বিশেষভাবে তার দেখাশোনা করছেন।’

nazah_hakim_meye.jpg
জিনাত হাকিম, আজিজুল হাকিম ও তাদের মেয়ে নাযা। ছবি: সংগৃহীত

গত ১০ নভেম্বর আজিজুল হাকিম, তার স্ত্রী ও ছেলের করোনা শনাক্ত হয়। তার স্ত্রী ও ছেলে বর্তমানে বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

অভিনেতা আজিজুল হাকিমের বয়স ৬১ বছর। টেলিভিশন, সিনেমা ও মঞ্চের জনপ্রিয় অভিনেতা তিনি। তার কর্মজীবন শুরু হয় ১৯৮১ সালে। মূলত টিভি নাটকে অভিনয় করেই ব্যাপক পরিচিতি লাভ করেন এই অভিনেতা।

আরও পড়ুন:

স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত আজিজুল হাকিম