করোনায় আক্রান্ত নকীব খান

By স্টার অনলাইন রিপোর্ট
13 November 2020, 13:37 PM
UPDATED 13 November 2020, 19:43 PM

কণ্ঠশিল্পী ও সুরকার নকীব খান করোনায় আক্রান্ত হয়েছেন। ব্যান্ড রেনেসাঁর অন্যতম একজন সদস্য তিনি।

আজ শুক্রবার কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গতকাল নকীব খানের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। তিনি বর্তমানে ভালো আছেন।’

নকীব খানের শ্রোতাপ্রিয় গানগুলো হলো- মন শুধু মন ছুঁয়েছে, এখন অনেক রাত, তুমি বললে, তোরে পুতুলের মতো করে সাজিয়ে, যদি লক্ষ্য থাকে অটুট ইত্যাদি।