বিপাকে রণবীর সিং!

By স্টার অনলাইন ডেস্ক
14 November 2020, 08:47 AM
UPDATED 14 November 2020, 14:50 PM

সামাজিক দূরত্ব না মেনে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করে বিপাকে পড়েছেন বলিউডের অভিনেতা রণবীর সিং। ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির মধ্যেই মাস্ক না পরে গাড়ির উপরে উঠে পড়েন রণবীর সিং। গাড়ির উপর উঠে ভক্তদের সঙ্গে কথা বলতে শুরু করেন। তাকে এক নজর দেখার জন্য, তার সঙ্গে সেলফি তোলার জন্য ভক্তদের অনেকেই ঝাঁপিয়ে পড়েন। শুধু তাই নয়, সামাজিক দূরত্ববিধি ভুলে রণবীর সিংয়ের কাছে চলে যান অনেক ভক্ত। ভক্তদের এমন কাণ্ডে অভিনেতাও আপ্লুত।

তবে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই বিষয়টি ভালোভাবে দেখেননি। করোনা সংক্রমণ যখন বাড়ছে, তখন বলিউডের এই অভিনেতার এমন কাজে প্রশ্ন উঠতে শুরু করেছে সামাজিক মাধ্যমে।

রণবীর সিং অভিনীত কপিল দেবের বায়োপিক ‘৮৩’ সিনেমাটি এখনো মুক্তি পায়নি। পরিচালক রোহিত শেট্টির সিনেমা ‘সূর্যবংশীতে’ও অভিনয় করেছেন রণবীর। এই সিনেমাটির মুক্তিও আটকে আছে।