সুচন্দা, কবরীসহ অনেকের অভিষেক সুভাষ দত্তের সিনেমায়

জাহিদ আকবর
জাহিদ আকবর
16 November 2020, 12:39 PM
UPDATED 16 November 2020, 18:45 PM

পরিচালক সুভাষ দত্ত প্রথম জীবনে ছিলেন একজন চিত্রশিল্পী। সিনেমার পোস্টার ডিজাইন করেছেন। সেই সঙ্গে তিনি ছিলেন একজন কৌতুক অভিনেতা। সবকিছু ছাপিয়ে একজন চলচ্চিত্রকার হিসেবে খ্যাতিমান তিনি।

অনেক নায়ক-নায়িকার অভিষেক হয়েছে যার হাত ধরে সেই চলচ্চিত্রকার সুভাষ দত্তের মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি। মাঝে পেরিয়ে গেছে আট বছর।

সুভাষ দত্ত পরিচালিত ছবির মধ্যে রয়েছে- ‘সুতরাং’, ‘কাগজের নৌকা’, ‘বিনিময়’, ‘ডুমুরের ফুল’, ‘আবির্ভাব’, ‘বসুন্ধরা’, ‘সকাল সন্ধ্যা’, ‘ডুমুরের ফুল’, ‘নাজমা’, ‘স্বামী স্ত্রী’, ‘আবদার’, ‘আগমন’।

তিনি অভিনয় করেছেন ‘রাজধানীর বুকে’, ‘সূর্যস্নান’, ‘চান্দা’, ‘তালাশ’, ‘নতুন সুর’, ‘রূপবান’, ‘মিলন’, ‘নদী ও নারী’, ‘ভাইয়া’, ‘ফির মিলেঙ্গে হাম দোনো’, ‘ক্যায়সে কাহু’, ‘আখেরি স্টেশন’, ‘সোনার কাজল’ ছবিতে।

সুভাষ দত্ত পরিচালিত ছবি দিয়ে অনেক নায়ক-নায়িকার অভিষেক হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয় সুচন্দা ও কবরীর কথা। ‘কাগজের নৌকা’ ছবি দিয়ে সিনেমায় অভিষেক সুচন্দার এবং সারাহ কবরী অভিনীত প্রথম ছবি ‘সুতরাং’। সুভাষ দত্তের হাত ধরে চট্টগ্রামের মীনা পাল হয়ে ওঠেন কবরী।

সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ সিনেমায় প্রথম নায়ক হন উজ্জ্বল। নিজ হাতে একটু একটু উজ্জ্বলকে গড়ে তুলেছিলেন সুভাষ দত্ত।

সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ ছবি দিয়ে অভিষেক হয় ইলিয়াস কাঞ্চনের। মঞ্চ অভিনেতা থেকে তাকে সিনেমায় আনেন সুভাষ দত্ত। তার পরিচালিত ‘ডুমুরের ফুল’, ‘সহধর্মিণী’, ‘আবদার’ এবং ‘ও আমার ছেলে’ সিনেমায় অভিনয়ও করেন ইলিয়াস কাঞ্চন।

সুভাষ দত্ত পরিচালিত ‘আবির্ভাব’ ছবিতে প্রথম অভিনয় করেন শর্মিলী আহমেদ। পরে ‘আলিঙ্গন’ নামের আরেকটি ছবিতে অভিনয় করেন।

১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি দিনাজপুরে জন্মগ্রহণ করেন সুভাষ দত্ত।