‘পাঠান’ ছবিতে শাহরুখ খানের পারিশ্রমিক কত, জানেন?

By স্টার অনলাইন ডেস্ক
21 November 2020, 08:48 AM
UPDATED 21 November 2020, 14:49 PM

শাহরুখ খান প্রায় দুই বছর পর ১৮ নভেম্বর থেকে যশরাজের মুম্বাই স্টুডিওতে শুটিং করছেন।  সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ দিয়ে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন কিং খান।

‘পাঠান’ ছবির নায়িকা হয়ে দীপিকা পাডুকোন পারিশ্রমিক নিচ্ছেন ১৫ কোটি রুপি এবং খলনায়ক চরিত্র জন আব্রাহাম নিচ্ছেন ২০ কোটি রুপি। এই খবরগুলো সংবাদমাধ্যমে আসার পর আলোচনা, শাহরুখ খান তাহলে কতো পারিশ্রমিক নিচ্ছেন?

শাহরুখ খান পারিশ্রমিক হিসেবে পাঠান সিনেমাটির লভ্যাংশের ৪৫ শতাংশ পাবেন। ছবিটি মুক্তির পর এর ব্যবসায়িক সাফল্যের ওপর নির্ভর করবে শাহরুখ কত পাবেন। লাভের প্রতি ১০০ কোটি রুপিতে ৪৫ কোটি পাবেন তিনি।

ভারতের জি নিউজ থেকে জানা যায়, ছবিটিতে অতিথি চরিত্রে সালমান খানের অভিনয় করার কথা রয়েছে।