গুরুতর অসুস্থ চলচ্চিত্র অভিনেতা তাসকিন

By স্টার অনলাইন রিপোর্ট
25 November 2020, 04:24 AM
UPDATED 25 November 2020, 10:29 AM

‘ঢাকা অ্যাটাক’ সিনেমা খ্যাত অভিনেতা তাসকিন রহমান গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে।

তাসকিন রহমানের অপটিক্যাল নার্ভাল সিস্টেমে বেশ জটিলতা দেখা দিয়েছে। এই চিকিৎসা খুবই স্পর্শকাতর।

গত ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন ঢাকাই সিনেমার আলোচিত এই অভিনেতা।

জানা যায়, প্রায় এক মাস ধরে অসুস্থ তাসকিন রহমান। গত এক মাসে তিনি কোনো শুটিংও করেননি। বিশ্রামে থাকাকালীনও শারীরিক অবস্থার অবনতি ঘটে তার।

কিছু পরীক্ষা করে তাসকিন রহমান জানতে পারেন, তার চোখের নার্ভাল সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে।

অস্ট্রেলিয়া যাওয়ার আগে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন তাসকিন। সেখানকার চিকিৎসক তাকে বিশ্রামে থাকতে বলেন।

‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মাধ্যমে ২০১৭ সালে ঢাকাই সিনেমায় পথচলা শুরু তাসকিন রহমানের। এক সিনেমা দিয়েই আলোচনায় আসেন তিনি। বেড়ে যায় তার ব্যস্ততা। এক এক করে অনেকগুলো সিনেমায় অভিনয় করেন।

তাসকিন রহমান অভিনীত মিশন এক্সট্রিম, অপারেশন সুন্দরবন, ক্যাসিনো, শান, ঢাকা ২০৪০ সহ আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।