ম্যারাডোনার মৃত্যুতে বলিউড তারকারা

By স্টার অনলাইন রিপোর্ট
26 November 2020, 08:46 AM
UPDATED 26 November 2020, 14:50 PM

ফুটবল জাদুকর ডিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন তারা।

বলিউড সুপারস্টার শাহরুখ খান টুইটারে লিখেছেন, ‘ডিয়েগো ম্যারাডোনা— আপনি ফুটবলকে আরও সুন্দর করে তুলেছেন। আপনাকে মনে পড়বে। পৃথিবীকে যেভাবে আনন্দ দিয়েছেন, ওপারেও সেভাবেই আনন্দ ছড়াবেন।’

টুইটারে ম্যারাডোনাকে সর্বকালের সেরা বলেছেন অভিষেক বচ্চন। রণবীর সিংও এই ফুটবল জাদুকরের আত্মার শান্তি কামনা করেছেন।

ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের মুহূর্তের সাদাকালো ছবি পোস্ট করে অর্জুন কাপুর লিখেছেন, ‘শান্তিতে ঘুমান লিজেন্ড।’

ইনস্টাগ্রামে ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে কারিনা কাপুর লিখেছেন, ‘রেস্ট ইন পাওয়ার।’

ইনস্টাগ্রামে ম্যারাডোনার ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন কুণাল খেমু।

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার ৬০ বছর বয়সে জীবনের ওপারে চলে ফুটবলের মহানায়ক ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই অধিনায়কের চলে যাওয়ায় শোকার্ত সারা বিশ্ব।