যাদের কাজ নেই তারাই ট্রল করে: কারিনা কাপুর খান

By স্টার অনলাইন ডেস্ক
30 November 2020, 13:06 PM
UPDATED 30 November 2020, 19:09 PM

সোশ্যাল মিডিয়ায় যারা তারকাদের নিয়ে ট্রল করে তাদের বিষয়ে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান বলেছেন, যারা বাস্তব জীবনে কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকে, তারাই তারকাদের নিয়ে ট্রল করে। কোনো কাজ না পেয়েই তারা এভাবে নিজেদের মতামত জানায়।

সম্প্রতি ফিল্মফেয়ার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘করোনা মহামারি এবং লকডাউন মানুষের মনকে এলোমেলো করে দিয়েছে। হাতে এখন অনেক অলস সময়। সবাই বাড়িতে বসে আছে, কোনো কাজ নেই। তাই মানুষ সবকিছু নিয়ে বেশি ভাবছেন, আলোচনা করছেন এবং সঙ্গে ট্রলও বেশি করছেন।’

তিনি আরও বলেন, অন্য কারও জীবনে নাক না গলিয়ে প্রত্যেকেই উচিত নিজের জায়গায় নিজের মতো করে খুশি থাকা। যদি কেউ ট্রল করে খুশি থাকেন, তাহলে তাকে তা করেই খুশি থাকার উপদেশ দেন কারিনা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে কারিনা কাপুর এবং সাইফ আলী খানের ঘরে আসতে যাচ্ছে নতুন অতিথি।

বর্তমানে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং করছেন কারিনা কাপুর। আগামী বছর বড়দিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।