আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ

By স্টার অনলাইন রিপোর্ট
3 December 2020, 08:51 AM
UPDATED 3 December 2020, 14:56 PM

এমন একটা মা দে না, মামুনিয়া, আগে যদি জানতামসহ আরও বহুসংখ্যক গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয় জয় করেছেন কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। গানের পাশাপাশি তিনি চলচ্চিত্র পরিচালনাও করেছেন।

এই কিংবদন্তি পপশিল্পী এবার ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ এ আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। চ্যানেল আই কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

ফেরদৌস ওয়াহিদ মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশে ব্যান্ড সংগীতকে জনপ্রিয় করে তুলেছিলেন। সংগীতে তার অসামান্য অবদানের জন্য তাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।

গত ১ ডিসেম্বর চ্যানেল আইয়ে অনুষ্ঠিত ভার্চুয়ালি ‘ফ্রেশ প্রিমিয়াম টি ৭ম ব্যান্ড ফেস্ট ২০২০’র উদ্বোধনী আয়োজনে এই ঘোষণা দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সেসময় ফেরদৌস ওয়াহিদকে টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে ব্যান্ড ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত করা হলে তিনি এ খবর শুনে বলেন, ‘আমি সত্যিই খুব কৃতজ্ঞ চ্যানেল আইয়ের প্রতি। আমাকে এত বড় সম্মাননায় সম্মানিত করার জন্য। 
আমি ভেবেছিলাম আসছে বছর থেকে গান ছেড়ে দেবো। কিন্তু, তার আগেই এত বড় পাওয়া আমি কখনো আশা করিনি। গানকে ভালোবেসেই থেকে যেতে চাই।’

এ ছাড়াও, অনুষ্ঠানটিতে মোট ২৩টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করবে চ্যানেল আই। আগামী ১০ ডিসেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে।

ফেরদৌস ওয়াহিদ বর্তমানে বেশিরভাগ সময় নিজ এলাকা বিক্রমপুরেরই থাকেন। সেখানেই মাছ চাষ ও কৃষি কাজে সময় ব্যয় করছেন খ্যাতিমান এই পপশিল্পী।