‘মিয়ার ব্যাটা’ খ্যাত খলিলের কথা কি মনে পড়ে?

By জাহিদ আকবর
7 December 2020, 15:16 PM
UPDATED 7 December 2020, 21:18 PM

শহীদুল্লা কায়সারের উপন্যাস ‘সংশপ্তক’ অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটকে ‘মিয়ার ব্যাটা’ ও ‘সিরাজ-উদ-দৌলা’ সিনেমায় ‘মীরজাফর’ চরিত্র দুটিতে অনবদ্য অভিনয় করে স্মরণীয় হয়ে আছেন অভিনেতা খলিল উল্লাহ খান।

আজ এই বরেণ্য অভিনেতার মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের ৭ ডিসেম্বর আজকের দিনে মৃত্যুবরণ করেন তিনি। আজ তার চলে যাওয়ার ছয় বছর। এই বরেণ্য অভিনেতার কথা কি কারো মনে পড়ে?

আজ তাকে নিয়ে কোনো আয়োজনর কথাও শোনা যায়নি টেলিভিশন বা চলচ্চিত্র অঙ্গনের কোথাও।

১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি সিলেটের কুমারপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে  অভিনয় করেছেন।

খলিল উল্লাহ খানের অভিনয়ের শুরুটা হয়েছিল টিভি নাটকের মাধ্যমে। তার অভিনীত প্রথম সিনেমা কলিম শরাফী ও জহির রায়হান পরিচালিত ‘সোনার কাজল’ । আলমগীর কুমকুম পরিচালিত ‘গুণ্ডা’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা অর্জন করেন তিনি।

খলিল অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- সংগম, ভাওয়াল সন্ন্যাসী, ক্যায়সে কাহু, জংলি ফুল, আগুন, পাগলা রাজা, মিন্টু আমার নাম, ওয়াদা, বিনি সুতার মালা, বউ কথা কও, কাজল ইত্যাদি।