ফোর্বসের এশিয়ার ১০০ ডিজিটাল তারকায় পরীমনি

By স্টার অনলাইন রিপোর্ট
8 December 2020, 11:49 AM
UPDATED 8 December 2020, 18:48 PM

বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় জায়গা করে নিয়েছেন পরীমনি।

গতকাল সোমবার প্রকাশিত ওই তালিকায় পরীমণি সম্পর্কে লেখা হয়, ‘ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার আছে মনির। তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। তিনি “আমার প্রেম আমার প্রিয়া” ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এই অভিনেত্রী।’

এ খবর জানার পর পরীমনি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘এটি আমার জন্য অনেক আনন্দের এবং ভালোলাগার একটি ঘটনা। কী বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আমার নাম তালিকায় রাখার জন্য ধন্যবাদ।’

আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাবে পরীমনি অভিনীত নতুন ছবি ‘বিশ্বসুন্দরী’। এতে পরীর বিপরীতে আছেন সিয়াম। ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।