‘রূপসা নদীর বাঁকে’ আজ থেকে প্রেক্ষাগৃহে

By স্টার অনলাইন রিপোর্ট
11 December 2020, 06:12 AM
UPDATED 11 December 2020, 12:28 PM

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের নতুন সিনেমা ‘রূপসা নদীর বাঁকে’ আজ শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে। এগুলোর মধ্যে রয়েছে- স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স।

বসুন্ধরা সিনেপ্লেক্সে দুপুর দেড়টা, বিকাল সোয়া ৪টা ও সন্ধ্যা ৭টা; ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেপ্লেক্সে দুপুর ২টা, বিকাল পৌনে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টা; মহাখালীর এসকেএস টাওয়ার সিনেপ্লেক্সে দুপুর দেড়টা, বিকাল সোয়া ৪টা ও সন্ধ্যা ৭টায় ছবির প্রদর্শনী চলবে।

এ ছাড়াও, রাজধানীর শাহবাগে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আজ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিকাল ৩টা, বিকাল সাড়ে ৫টা ও রাত ৮টায় দেখা যাবে ছবিটি। বিজয় দিবসের দিন ছবিটি সকাল ১১টায় প্রদর্শিত হবে।

সিনেমার গল্প রচিত হয়েছে একজন বামপন্থি বিপ্লবীর জীবনের গল্পকে কেন্দ্র করে।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, জাহিদ হাসান শোভন, নাজিবা বাশার ও তওসিফ সাদমান তূর্য।

এতে আরও অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, মাসুম বাশার, অলোক বসু, আবদুল্লাহ রানা, মহসিন শামীম, বৈশাখী ঘোষ, শরীফ হোসেন ইমন, মাহমুদ আলম, পার্থ প্রতিম, দেবাশীষ ঘোষ, খন্দকার সোহান, পঙ্কজ মজুমদার, ইকবাল আহমেদ, ইব্রাহীম বিদ্যুৎ, মিলি বাশার, শ্যামল বিশ্বাস, সঙ্গীতা চৌধুরী, স্বপন গুহ, সুশীল সাহাসহ অনেকেই।

‘রূপসা নদীর বাঁকে’ ছবিটি আগামী ১৬ থেকে ২৪ জানুয়ারি ৫১তম গোয়া চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্যানারোমা বিভাগে প্রদর্শিত হবে।