অভিষেক বচ্চনকে যে কারণে শাহরুখ খানের ‘ধন্যবাদ’

By স্টার অনলাইন রিপোর্ট
12 December 2020, 08:00 AM
UPDATED 12 December 2020, 14:04 PM

অভিষেক বচ্চনকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। কিন্তু কেন এই ধন্যবাদ জানিয়েছেন তিনি?

ভারতীর গণমাধ্যম জি নিউজ সূত্রে জানা গেছে, করোনা মহামারি শুরু হওয়ার আগে ‘বব বিশ্বাস’ নামে একটি ছবির শুটিং শুরু হয়েছিল। কিন্তু করোনার কারণে তা বন্ধ ছিল অনেকদিন। তবে সম্প্রতি সিনেমাটির কাজ শেষ হয়েছে।

‘বব বিশ্বাস’ ছবির শুটিং শুরু হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। সেসময় টানা ৪০ দিন কলকাতায় শুটিং করেছিলেন অভিষেক বচ্চন। এরপর আবার গত ২৫ নভেম্বর থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। 

সেই কারণে অভিষেক বচ্চনসহ ছবির পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান। কেননা তার নিজের প্রতিষ্ঠান ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ ছবিটি প্রযোজনা করছে।

টুইটারে অভিষেকসহ ‘বব বিশ্বাস’ ছবির পুরো টিমকে ধন্যবাদ ও অভিনন্দন জানান শাহরুখ খান।

সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’ ছবির একটি চরিত্র বব বিশ্বাস। এই চরিত্রটি নিয়েই সুজয় কন্যা দিব্য অন্নপূর্ণা ঘোষ পরিচালনা করছেন ‘বব বিশ্বাস’ ছবিটি। ছবিতে অভিষেকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।