দেখতে পারেন মুক্তিযুদ্ধের এই সিনেমাগুলো

জাহিদ আকবর
জাহিদ আকবর
15 December 2020, 06:40 AM
UPDATED 16 December 2023, 12:05 PM

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন এবং মুক্তিযুদ্ধের পরবর্তী বিষয় নিয়ে বেশকিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে। মুক্তিযুদ্ধের সেইসব সিনেমাগুলো দেখে নিতে পারেন বিজয়ের মাসে। মুক্তিযুদ্ধের কয়েকটি চলচ্চিত্রের সারসংক্ষেপ তুলে ধরা হলো।

আবার তোরা মানুষ হ

খান আতাউর রহমান পরিচালিত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা 'আবার তোরা মানুষ হ'। যুদ্ধ-পরবর্তী সামাজিক চিত্র উঠে আসে এই সিনেমার গল্পে। সিনেমায় অভিনয় করেন ফারুক, ববিতা, রাইসুল ইসলাম আসাদ, রোজী আফসারী, রওশন জামিলসহ অনেকে।

ওরা ১১ জন

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'ওরা ১১ জন'। পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রাজ্জাক, শাবানা, নূতন, সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, খলিলউল্লাহ খান প্রমুখ। এ সিনেমায় ১১ জনের ১০ জন ছিলেন মুক্তিযোদ্ধা। তাদের মধ্যে অন্যতম ছিলেন খসরু, মুরাদ, হেলাল ও নান্টু।

মেঘের অনেক রং

হারুনর রশীদ পরিচালিত 'মেঘের অনেক রং' সিনেমাটি মুক্তি পায় ১৯৭৬ সালে। সিনেমায় যুদ্ধের সময় রুমা নামে এক নারী, যিনি চিকিৎসকের স্ত্রী ছিলেন, ধর্ষণের শিকার হওয়ার পর সন্তানসহ কীভাবে তাকে কষ্টের সম্মুখীন হতে হয়— সেই চিত্র উঠে আসে। সিনেমায় অভিনয় করেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ।

Poster-2.jpg

ধীরে বহে মেঘনা

আলমগীর কবির পরিচালিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭৩ সালে। ভারতীয় মেয়ে অনিতার প্রেমিক মুক্তিযুদ্ধে শহীদ হয়। সে ঢাকায় এসে যুদ্ধের ভয়াবহতা দেখে আরও গভীরভাবে মর্মাহত হয়। মানবিকতাবোধে আচ্ছন্ন হয় তার হৃদয়। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বুলবুল আহমেদ, ববিতা, গোলাম মুস্তাফাসহ আরও অনেকে।

আগুনের পরশমণি

জনপ্রিয় লেখক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা 'আগুনের পরশমণি'। নিজের উপন্যাস থেকেই সিনেমাটি নির্মাণ করেন তিনি। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, বিপাশা হায়াত, ডলি জহুরসহ অনেকে।

জয়যাত্রা

তৌকির আহমেদ পরিচালিত প্রথম সিনেমা 'জয়যাত্রা' মুক্তি পায় ২০০৪ সালে। আমজাদ হোসেনের গল্প নিয়ে নির্মিত হয় সিনেমাটি। স্বাধীনতা যুদ্ধকালীন একদল মানুষের সংগ্রামের গল্প। সিনেমাটিতে অভিনয় করেন আজিজুল হাকিম, বিপাশা হায়াত, মাহফুজ আহমেদ, হুমায়ুন ফরীদি, তারিক আনাম খান, আবুল হায়াত, চাঁদনী প্রমুখ।

Poster-3.jpg

গেরিলা

নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত সিনেমা 'গেরিলা'। সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' উপন্যাস থেকে নির্মিত হয় সিনেমাটি। ২০১১ সালে মুক্তি পাওয়া এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ।

আমার বন্ধু রাশেদ

মোরশেদুল ইসলাম পরিচালিত ছবি 'আমার বন্ধু রাশেদ'। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি মুহম্মদ জাফর ইকবালের শিশুতোষ উপন্যাস অবলম্বনে তৈরি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চৌধুরী জাওয়াতা আফনান, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ইনামুল হক, হুমায়রা হিমু, আরমান পারভেজ মুরাদ, ওয়াহিদা মল্লিক জলি, গাজী রাকায়েত প্রমুখ।

বাপজানের বায়স্কোপ

মুক্তিযুদ্ধ নিয়ে আরেকটি সিনেমা 'বাপজানের বায়স্কোপ'। রিয়াজুল রিজু পরিচালিত সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পায়। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়সহ অনেকেই।