‘হাউসফুল ৫’ এ ফিরতে পারেন যে তারকারা

By স্টার অনলাইন রিপোর্ট
15 December 2020, 09:57 AM
UPDATED 15 December 2020, 16:00 PM

বলিউডের ‘হাউসফুল’ সিরিজের পঞ্চম ছবি ‘হাউসফুল ফাইভ’। সাজিদ নাদিওয়ালা প্রযোজিত প্রতিটি সিরিজেই অনেক তারকার অংশগ্রহণ ছিল। পঞ্চম সিরিজেও একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

অক্ষয় কুমারের পাশাপাশি এবার দীপিকা পাডুকোন থাকার কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদ প্রতিবেদন মতে, দীপিকা ছাড়াও অভিষেক বচ্চন, জন আব্রাহামকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।

পাশাপাশি ‘হাউসফুল ফাইভ’-কে থ্রিডি ফরম্যাটে আনতে চান প্রযোজক সাজিদ।

তবে এসব তারকাদের তারিখ একসঙ্গে পাওয়া কঠিন আর সেটাই ভাবাচ্ছে প্রযোজনা সংস্থাকে।

এই ছবিতে রিতেশ দেশমুখ, চাঙ্কি পাণ্ডে, কৃতী শ্যাননের মতো অভিনেতাদের থাকার সম্ভাবনার কথাও সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।