রাফেজা হয়ে আরও অনেকদিন থাকতে চাই: ভাবনা

By স্টার অনলাইন রিপোর্ট
18 December 2020, 09:17 AM
UPDATED 18 December 2020, 16:06 PM

অভিনেত্রী অরুণা বিশ্বাসের কাহিনি, সংলাপ, চিত্রনাট্যে নির্মিত হয়েছে ছোট-ছবি ‘ঠিকানা বত্রিশ নাম্বার’।

এটি তার দ্বিতীয় ছবি। আগামী বছরের প্রথমদিকে তা প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ছোট-ছবিটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, ম আ সালাম, মুকুল সিরাজ, আশনা হাবিব ভাবনা ও অরুণা বিশ্বাস।

মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিকতার গল্প থাকছে এই ছবিটিতে।

অরুণা বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় অনেক মেয়ে ধর্ষিত হয়েছিলেন, ঘরহারা হয়েছিলেন। জাতির জনক বলেছিলেন, বাবার নামের জায়গায় যেন আমার নাম লিখে দেন এবং বত্রিশ নম্বর তাদের ঠিকানা। এই বিষয়টিও উঠে এসেছে ছবিটিতে।’

‘এখানে যারা অভিনয় করেছেন সবাই ভালো করেছেন,’ বলেও মন্তব্য করেছেন তিনি।

আশনা হাবিব ভাবনা ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, ‘এখানে আমি রাফেজা নামের একটি চরিত্রে অভিনয় করেছি। যখন সংলাপ বলছিলাম তখন ভেতরে অনুভব করছিলাম চরিত্রটিকে। আমার মনে হচ্ছিল অনেক মেয়েকে এই ভয়াবহ জীবনের সম্মুখীন হতে হয়েছিল। মনে হচ্ছে রাফেজা হয়ে আমি আরও অনেকদিন থাকতে চাই।’