পোশাক ডিজাইনার পরীমনি

By স্টার অনলাইন রিপোর্ট
20 December 2020, 09:58 AM
UPDATED 20 December 2020, 16:02 PM

পরীমনি সিনেমায় অভিনয় করছেন বা নতুন ছবি মুক্তি পাচ্ছে— এটা তার অভিনয় জীবনেরই অংশ। কিন্তু, তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’-তে ‘দিবা’ চরিত্রে নিজের ডিজাইন করা পোশাকেই শুটিং করছেন এই অভিনেত্রী।

গত ১৭ ডিসেম্বর থেকে ‘স্ফুলিঙ্গ' ছবির চিত্রায়নে অংশ নিয়েছেন পরীমনি। একটি ব্যান্ড দলকে ঘিরেই নতুন সিনেমার গল্প রচিত হয়েছে।

পরীমনি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, `আগে মাঝেমধ্যেই নিজের পোশাক নিজে ডিজাইন করেছি। “বিশ্বসুন্দরী” ছবির প্রচারের জন্য নিজের পোশাক নিজেই ডিজাইন করেছি। তবে “স্ফুলিঙ্গ” ছবিতেই প্রথম আমার নিজের ডিজাইন করা পোশাক পরে শুটিং করছি।’

‘স্ফুলিঙ্গ’-র গল্প বর্তমান ও অতীতকে ঘিরে আবর্তিত হবে উল্লেখ করে তিনি বলেছেন, ‘এ সিনেমায় “দিবা” নামের চরিত্রে আমাকে দেখা যাবে।’

পরিচালক তৌকীর আহমেদ ছবির মহরতে বলেছিলেন, ‘তারুণ্যের সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার একটি মেলবন্ধন পাওয়া যাবে এই সিনেমায়।’

এদিকে, গত ১১ ডিসেম্বর চয়নিকা চৌধুরী পরিচালিত ও পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি মুক্তি পেয়েছে।