পেশা হেঁটে হেঁটে গান শোনানো

By স্টার অনলাইন রিপোর্ট
23 December 2020, 11:12 AM
UPDATED 23 December 2020, 17:14 PM

সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও মেহজাবীন নিয়মিত বিভিন্ন চরিত্রে অভিনয় করে আসছেন। এবার এই জুটিকে ‘শিল্পী’ নামের একটি নাটকে দেখা যাবে অভিনব চরিত্রে অভিনয় করতে।

নাটকটি নিয়ে আফরান নিশো বলেন, ‘শিল্পী নাটকে আমাকে একজন কণ্ঠশিল্পী হিসেবে দেখা যাবে। পথের শিল্পী হিসেবে এলাকায় হেঁটে হেঁটে মানুষকে গান শোনাই, এটাই আমাদের পেশা।’

নাটকের পরিচালক মহিদুল মহিম বলেন, ‘দুজন পথের কণ্ঠশিল্পী একই এলাকার রাস্তায়-রাস্তায় গান গেয়ে বেড়ান। পুরুষ ও নারী কণ্ঠে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করতে পারেন নিশো। সেজন্য তার জনপ্রিয়তাও বেশি। মেহজাবীনের শ্রোতা একটু কম। এ নিয়ে দুজনের মধ্যে চলে দ্বন্দ্ব। এরপর গল্পের বাঁক নেয় অন্যদিকে।’

তিনি আরও বলেন, ‘নাটকের গল্পের শেষের দিকে দেখা যাবে নিশো আর মেয়েদের মতো করে গাইতে পারছেন না। শুরু হয় গল্পের নতুন সমস্যা।’

একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পর নাটকটি দেখা যাবে ইউটিউবে।