জন্মদিনে বাসভবনের সামনে ভক্তদের জড়ো না হওয়ার আহ্বান সালমানের

By স্টার অনলাইন ডেস্ক
26 December 2020, 14:32 PM
UPDATED 26 December 2020, 20:34 PM

বলিউড সুপার স্টার সালমান খান জন্মদিনে ভক্তদের তার বাসভবন গ্যালাক্সির বাইরে জড়ো না হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বিষয়টি জানায়।

আগামীকাল সালমান খানের ৫৫তম জন্মদিন। প্রতি বছরের এদিনে ভক্তরা তার বান্দ্রার বাড়ির বাইরে জড়ো হয় তাকে শুভেচ্ছা জানাতে। কিন্তু, এ বছরের পরিস্থিতি একটি ভিন্ন।

তিনি তার বাড়ির বাইরে একটি ব্যানার দিয়ে ভক্ত এবং অনুসারীদের জানান, তিনি এপার্টমেন্টে নেই। তাই সবাইকে নিজেদের বাড়িতে থাকতে এবং কোভিড-১৯ বিধি-নিষেধ মেনে চলার অনুরোধ জানান।

সালমান খানের বান্দ্রা অ্যাপার্টমেন্টের বাইরে টাঙানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরের পর বছর ধরে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমি অভিভূত হয়েছি। কিন্তু, এ বছর আমার বিনীত অনুরোধ, আমার বাড়ির বাইরে আপনারা ভিড় করবেন না। মাস্ক পরুন, স্যানিটাইজ করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। এই মুহূর্তে আমি বাড়িতে নেই। উষ্ণ অভ্যর্থনা, সালমান খান।