হাসপাতাল থেকে বাসায় সুপারস্টার রজনীকান্ত

By স্টার অনলাইন ডেস্ক
28 December 2020, 05:53 AM
UPDATED 28 December 2020, 11:56 AM

তামিল সুপারস্টার রজনীকান্ত হাসপাতাল থেকে বাসায় ফিরে বিশ্রামে রয়েছেন। বাসায় অন্তত আরও সাত দিন তাকে বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে জি নিউজ।

গত শুক্রবার ২৫ ডিসেম্বর হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে তার রক্তচাপ সংক্রান্ত সমস্যা এখন নিয়ন্ত্রণে রয়েছে।

রজনীকান্তের প্রায় দুই সপ্তাহ ধরে হায়দ্রাবাদে ছিলেন। সেখানে ‘অন্নাঠি’ সিনেমার শুটিং করছিলেন তিনি। সেটের চার জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও ২২ ডিসেম্বর রজনীকান্তের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। তখন থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। চিকিৎসকরাও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

করোনার কোনো উপসর্গ দেখা না দিলেও এই অভিনেতার শরীরে রক্তচাপ গুরুতর পর্যায়ে উঠা-নামা করতে থাকে। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি রজনীকান্ত