বছরের শেষ দিন দেখা যাবে জয়ার পুরস্কারপ্রাপ্ত ছবি

By স্টার অনলাইন রিপোর্ট
29 December 2020, 09:19 AM
UPDATED 29 December 2020, 15:23 PM

বাংলাদেশের অ্যাপে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ছবি ‘রবিবার’। ছবিতে তার বিপরীতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রথমবারের মতো এক পর্দায় দেখা যাবে তাদের।

বেশ কয়েকটি পুরস্কার জয়ী এই ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশি প্লাটফর্ম ‘সিনেমাটিক’ অ্যাপে।

বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর, ‘রবিবার’ মুক্তি পাবে সিনেমাটিকে।

‘রবিবার’ ছবিতে অভিনয় করে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন জয়া আহসান।

ছবিটি নির্মাণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক অতনু ঘোষ। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি এ ছবিটি আবেগ ও থ্রিলারের মিশ্রণের গল্পে নির্মিত।

ছবিতে প্রসেনজিৎ অভিনয় করেছেন অসীমাভর এবং জয়া আহসান অভিনয় করেছেন সায়নী চরিত্রে।